প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০
সমাজ দেহে যতো বালাই,
সুস্থের দিন গুনি।
ছোট ছোট উদ্যোগগুলো
শোনায় আশার বাণী।
নিরক্ষরতা করতে দূর,
দেবো কাগজ-কলমণ্ডতুলি।
সাহস দেবো, প্রেরণা দেবো
খুলবো আলোর ঝুলি।
ঠেকাতে শত বাল্যবিয়ে
সচেতনতা ছড়াবো,
ছোট স্নিগ্ধ প্রাণগুলো,
আমরা বাঁচাবো।
ফোটাতে হলে সমৃদ্ধির
লাল গোলাপ ফুল।
বাড়াতে হবে প্রযুক্তি
নাই তার তুল।
দূর করতে সন্ত্রাসবাদ
গাইতে হবে সাম্যের গান
ছড়াতে হবে শিক্ষা,
গাইবো শান্তির গান।
যৌতুক করতে দূর
ঝালাই করবো আইনের লাঠি,
ছড়াবো আলো, করতে ভালো
গড়বো শান্তির ঘাঁটি।
গড়তে আমাদের সোনার বাংলা
সরাতে হবে অশুভ জংলা।
শান্তি আর সমৃদ্ধিতে
হবে সুন্দর সোনার বাংলা।