শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০

আশার বাণীর
অনলাইন ডেস্ক

সমাজ দেহে যতো বালাই,

সুস্থের দিন গুনি।

ছোট ছোট উদ্যোগগুলো

শোনায় আশার বাণী।

নিরক্ষরতা করতে দূর,

দেবো কাগজ-কলমণ্ডতুলি।

সাহস দেবো, প্রেরণা দেবো

খুলবো আলোর ঝুলি।

ঠেকাতে শত বাল্যবিয়ে

সচেতনতা ছড়াবো,

ছোট স্নিগ্ধ প্রাণগুলো,

আমরা বাঁচাবো।

ফোটাতে হলে সমৃদ্ধির

লাল গোলাপ ফুল।

বাড়াতে হবে প্রযুক্তি

নাই তার তুল।

দূর করতে সন্ত্রাসবাদ

গাইতে হবে সাম্যের গান

ছড়াতে হবে শিক্ষা,

গাইবো শান্তির গান।

যৌতুক করতে দূর

ঝালাই করবো আইনের লাঠি,

ছড়াবো আলো, করতে ভালো

গড়বো শান্তির ঘাঁটি।

গড়তে আমাদের সোনার বাংলা

সরাতে হবে অশুভ জংলা।

শান্তি আর সমৃদ্ধিতে

হবে সুন্দর সোনার বাংলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়