প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১৮:৪৩
কচুয়ার বড়তুলাগাঁও সপ্রাবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ১০৫নং বড় তুলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও ১জন শিক্ষকের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
আজ বুধবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে ব্যপক সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের যোগদানের মধ্যদিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছে- রুহুল আমিন, আবুল কাশেম, সফিকুর রহমান ও বদলীয় শিক্ষক হাসনা খানম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে ও শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা শিক্ষা র্কমকর্তা এএইচএম শাহরিয়ার রসুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জাকির হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সুবাস চন্দ্র সরকার ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রহিমানগর শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, বুরগী সপ্রাবির প্রধান শিক্ষক রেহানা পারভীন, আইনগীরি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনোহর আলী, কৈলান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সামসুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার। মানপত্র পাঠ করেন- বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রী নাজমুন নাহার পলি।