মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৬:২৪

জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হাজীগঞ্জের অধ্যক্ষ আবু ছাইদ

কামরুজ্জামান টুটুল
জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হাজীগঞ্জের অধ্যক্ষ আবু ছাইদ
অধ্যক্ষ মো. আবু ছাইদ

জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ তাঁকে এমনটি নির্বাচিত করা হয়েছে। গত সোমবার (১২ জানুয়ারি ২০২৬) শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, পেশাগত দক্ষতা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এজন্যে সম্মাননা প্রদান করা হয়। এর আগে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন এই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, মো. জুলহাস হোসেন, শ্রেষ্ঠ গার্লস গাইড লিপি রাণী দে ও শ্রেষ্ঠ শিক্ষার্থী রাহমুন ফেরদৌস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়