প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১০:০৩
ধোঁয়াশা জীবন
বিপুল চন্দ্র রায়

সিগারেটে একটুখানি সুখটান,
ক্ষণিকের এক ভ্রান্তি,
ভবিষ্যতের কপালে অঁাকে,
গভীর এক দুশ্চিন্তার ক্লান্তি।
ধূমপান এক বিষাক্ত ছোবল,
বিষের ধেঁায়ায় ফুসফুসে জমে কালি।
ছাড়ো এই বিষ ছাই,
গড়ো সুস্থ জীবনখানি।