শনিবার, ২৪ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:০৫

জান্নাতে যাবো

শহিদুল ইসলাম খোকন
জান্নাতে যাবো

শহিদুল ইসলাম খোকন জান্নাতে যাবো

জান্নাত সেতো চির শান্তিময় কে না পাইতে চায়,

কর্মগুণে মিলে জান্নাত অকর্মে হারায়।

যত দূরে খুঁজি তারে ততো দূর তো নয়

হিসাব-নিকাশ মিলে গেলে কাছেই মনে হয়।

রুহের জগৎ ছিলাম যখন বাছাই করে ছিলে

সৃষ্টির সেরা জীব বানিয়ে ধরায় পাঠায়া দিলে।

দ্বিতীয়তে করে বাচাই, বানাইলে গোলাম

সে কারণে শান্তির ধর্ম ইসলাম পেয়ে গেলাম।

তৃতীযতে করলে বাছাই করে মোহাব্বত

এই কারণে শ্রেষ্ঠ নবীর হয়েছি উম্মত।

গড় আয়ুতে হিসাব করলে বাঁচব হয়তো পচাত্তর

হিসাব করেলে যাবে বুঝা জান্নাত কত দূর।

পনেরো বছর গেলো কেটে নাবালেগের পাতায়

পাপ-পূণ্য হয় না লেখা আমল নামার খাতায়।

ষাটের মধ্যে ত্রিশ যাবে মধুর ঘুমের আসরে

ত্রিশেরই হিসেব আমার দিতে হবে হাশরে।

নেয়ামতের রমজান মাসে পূণ্য বারে সত্তর গুণ

পাপগুলো সব কর্তন করে সৃষ্টি কর্তার মেহেরবান।

বরাত আছে কদর আছে বরকতময় কত রাত

এসব সময় আমল করে মুসলমানদের জাত।

যাওয়ার সময় যদি কেউ নিতে পাড়ে এই পুঁজি

পূণ্যর জন্য কারো কাছে যেতে হবে না খুঁজি।

রহমানেরই রহম হলে রাসুলের খাটি উম্মত

জান্নাতেতে যাবো আমি ঠেকানোর নেই হিম্মত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়