শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৫

কোয়েল পাখি পালন করে আত্মকর্মসংস্থানের অনন্য দৃষ্টান্ত তুহিন

কৃষিকণ্ঠ প্রতিবেদক
কোয়েল পাখি পালন করে আত্মকর্মসংস্থানের অনন্য দৃষ্টান্ত তুহিন

চাঁদপুর পৌরসভার মির্জাপুর এলাকার তরুণ উদ্যোক্তা তুহিন এখন পরিচিত একটি নাম। আত্মকর্মসংস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। কোয়েল পাখি পালনের মাধ্যমে নিজের ভাগ্য বদলে ফেলেছেন এবং হয়ে উঠেছেন এলাকার তরুণদের জন্যে অনুপ্রেরণার প্রতীক।

শুরুটা হয়েছিল খুব ছোট পরিসরে। মাত্র ২০টি কোয়েল পাখি নিয়ে একটি খামার গড়ে তোলেন তুহিন। প্রথমদিকে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও হাল ছাড়েননি তিনি। নিয়মিত পরিচর্যা, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং রোগবালাই প্রতিরোধে সচেতনতা তাকে সফলতার দিকে নিয়ে যায়। বর্তমানে তার খামারে প্রায় পাঁচ হাজারেরও বেশি কোয়েল পাখি রয়েছে। প্রতিদিন উৎপন্ন ডিম বিক্রি করে তিনি আয় করছেন নিয়মিত। ডিম ও মাংস বিক্রির সাথে ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন করে বাচ্চাও বিক্রি করেন। তাছাড়া কোয়েল পাখির মাংসের চাহিদাও বাড়ছে, যার ফলে তার আয় আরও বেড়েছে।

তুহিন জানান, সরকারি-বেসরকারি সহায়তা পেলে আরও বড়ো পরিসরে খামারটি সম্প্রসারণ করতে পারবো। পাশাপাশি এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করাও সম্ভব। তার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে ইতোমধ্যে কয়েকজন যুবক কোয়েল পাখি পালন শুরু করেছেন। তারা তুহিনের কাছে পরামর্শ নিচ্ছেন এবং তার অভিজ্ঞতা থেকে শিখছেন।

সরকারি ও বেসরকারি পর্যায়ে এমন উদ্যোক্তাদের সহযোগিতা করলে দেশের যুবসমাজ আত্মনির্ভর হতে পারবে এবং কর্মসংস্থান তৈরি হবেÑএমনটাই মনে করছেন স্থানীয়রা।

তুহিন আজ শুধু একজন খামারি নন, বরং তিনি হয়ে উঠেছেন সফলতা ও সম্ভাবনার একটি উজ্জ্বল প্রতিচ্ছবি। পাখি কেনার দ্রুত মাধ্যম ০১৭৪৮০১৫০৫০ মুঠো ফোনে যোগাযোগ।

তার পুরো নাম : মো. তুহিন খান, বাবা-মো. আবুল বাসার খান, মা-মৃত নীলুফা বেগম, তারা ২ ভাই, ১ বোন। মির্জাপুর খান বাড়ি , পৌর ১৩নং ওয়ার্ড, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়