বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০

আমার পহেলা ফাল্গুন

হাসানাত রাজিব
আমার পহেলা ফাল্গুন

সকালের সূর্যের আলো আমার জানালার ছোট ফুটো দিয়ে যখন লুকোচুরি খেলছিল, তখনই আমার মনে পড়লো আজ তো বসন্ত। ভীষণভাবে তোমার কথা মনে পড়ছে। স্মরণে তোমাকে অস্তিত্বকে আবিষ্কার করলাম আমার অন্তর্দৃষ্টিতে। চোখের সামনে এসে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুখটাতে হাসির আভা ছড়িয়ে রেখেছ। কানে শুধু তোমার রিনিঝিনি কাকনের অস্ফুট শব্দ ভাসছে। আজ সারাদিন তোমাকে ছুঁয়ে ব্যাবিলনের উদ্যানে মুখস্থ বক্তৃতায় সবাইকে বিমোহিত করতে চাই।

যেদিন চোখে তোমাকে প্রথম দেখেছি, সেদিনই ছিল আমার প্রথম ফাল্গুন। তীব্র গরমে চারপাশের সবাই যখন ক্লান্তিতে শরীর ছেড়ে দিয়েছিল, তখনও আমি তোমার আমার আশপাশে কৃষ্ণচূড়াদের আনন্দনৃত্য দেখেছিলাম।

সেদিনের পর থেকে আমার কাছে প্রতিটি দিনই ফাল্গুনের আবহে কাটছে। এ যেন শরীরে তোমার হাতের প্রথম স্পর্শ! বিকেল গড়ালো। একটা সাদা পাঞ্জাবি গায়ে জড়িয়ে বাড়ি থেকে নেমে রিকশায় চেপে বসলাম। গন্তব্য বড় স্টেশনের মোলহেড। কিছুটা পথ যেতেই চারপাশের ফুলের ঘ্রাণে আমি মাতোয়ারা। একটা ফুল কিনতে ইচ্ছে করলো। দাম শুনেই চক্ষু কপালে উঠে গেল। তবুও তো আজ ফাল্গুন। কিনেই নিলাম। বড় স্টেশনের একেবারে শেষ পর্যন্ত গিয়ে যখন অনেক খুঁজে একটা আসন খুঁজে পেলাম, তখন বসতে যেতেই প্রেমিক যুগল বায়না নিয়ে হাজির। ছেড়ে দিলাম আসনটা।

আজ তো ফাল্গুন। কাটিয়ে দিকনা তারা দিনটা নিজের ইচ্ছেমতো। এখানে সেখানে হাতের সাথে হাত আর হাতের উপর হাত দেখে ভীষণ হিংসে হচ্ছে। অপেক্ষা করছি তোমার। হলুদ শাড়ি গায়ে জড়িয়ে আসবে। চুলে হলুদ গাদাফুল গেঁথে নিতে বলব না, তোমার তো বেলিফুলেই আসক্তি। ঠিক কপালের মাঝখানটায় পুরো আকাশ সঙ্গী করে নীল একখানা টিপ। হাতভর্তি কাকনের আওয়াজে পুরো প্রকৃতিকে নিজের করে নিবে। তোমাকে ফাল্গুনের রাণীর মতো লাগবে, এতে আমার সামান্য সন্দেহ নেই। এসেই আমাকে জড়িয়ে ধরে বলবেÑ‘আমার গোলাপ কই?’ আমি মুগ্ধতায় পরিপূর্ণ হব। তোমাকে দেখেই সময় পাড়ি দেব। হাতে হাত রেখে পুরো ফাল্গুন চষে বেড়াব। আর নজরে রাখব, প্রকৃতি যেন ভুল করে তোমাতে মিশে একাকার না হয়ে যায়। তোমাকে নিয়েই আমার পুরোটা ফাল্গুন। তোমাকে একটুখানি ছুঁয়ে দেয়ার প্রবল আকাক্সক্ষা পূরণের শর্তে আমার পূর্ণ জীবনের ফাল্গুন বিকিয়ে দেব তোমার মোহনীয় হাত দুটোতে। তুমিই আমার পহেলা ফাল্গুন। আমার নিরানন্দ মনের তুমিই কৃষ্ণচূড়া। তুমি বসন্তের বিকেলে আমার কোকিলের কুহুতান। তুমিই ভালবাসা। আমার সমস্ত ফাল্গুনের মুঠোভরা ভালোবাসা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়