প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯
বসন্তের শুভাগমন
আকরাম আহমেদ

বসন্তের শুভাগমন
আকরাম আহমেদ
বৃক্ষে এসেছে কলি, ফুটিবে ফুল
বসন্তের হাওয়া বইছে দক্ষিণে;
ডালে বসেছে সে পাখি, যে এনেছে বসন্ত
মধুর সুরে গাইছে কোকিল কুহু কুহু।
শিমুলের ললাটে আমের মুকুলে
ছড়িয়েছে সুবাস দিগন্তের প্রাণে
কৃষক হাসে, সোনা ফসল মাঠে
আজ বসন্ত এসে গেছে...
পড়ন্ত দুপুরে শালিকের ডাকে
কিচিরমিচির শব্দ গাছের শাখে
হইহুল্লোড়ে মেতেছে তারুণ্যÑ
আজ বসন্ত এসে গেছে...।