রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫

ইদানীং ‘কেমন আছো?’

ক্ষুদীরাম দাস
ইদানীং ‘কেমন আছো?’

ইদানীং ‘কেমন আছো?’ ক্ষুদীরাম দাস

ইদানীং ‘কেমন আছো?’Ñপ্রশ্নটা

আমায় বড়ো আঘাত করে।

অজান্ত কারো জিঘাংসায়

দুঃখ ঝরে।

হদয়ে ক্ষতগুলো

কষ্ট আমার,

কেউ হাসে সম্মুখে

অজানা যে তার।

জীবনের দুঃখগুলোকে

আমরা হাসিতে ঢাকি;

আহা, কতো সুখে আছি,

দুঃখ কোথা রাখি!

বেদনার মরুভূমির পথ আমার,

প্রশান্তি চাওয়া বৃথা;

তৃষা মেটাতে কারো না পাই,

কে শুনিবে আমার কথা?

আমি ক্লান্ত, ব্যথিত,

আমার কোথায় আশা?

আমি ভালো নেই, তবুও ভালো বলি;

এ কেমন ভালোবাসা!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়