শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪

তোমার পথ চেয়ে

এসএম বাশার
তোমার পথ চেয়ে

তোমার পথ চেয়ে এসএম বাশার

শরতের কোন এক নির্মেঘ আকাশের নিচে দেখেছিলাম তোমায়,

শেষ বিকেলে গোধূলি ছুঁয়ে যেন নেমেছিলে স্বর্গ হতে,

আর কতকাল দেখা নেই, আমি পথ খুঁজি;

পথ শেষ হয় তোমায় দেখা হয় না আর।

কাকডাকা ভোরে আমি কুয়াশায় ভেঁজা পথ মাড়িয়েÑ

আজও ছুটে যাই তোমায় হারানো সে মেট্রোপথে,

যেথায় ফেলে গিয়েছিলে তোমার রাঙা পায়েরÑ

ঝুম ঝুম শব্দ করা একটি পায়েল।

ঝিরঝির বাতাসে ঝরা পাতারা শব্দহীন ঝরে পড়ে নীরবে,

সময়ের অনন্ত বিরহ বয়ে তাঁরকারা একা জেগে থাকে যুগ যুগ,

ভরা জ্যোৎস্না ও মেঘে আড়াল হয়ে ফুটিয়ে তোলে বেদনার রঙ,

তোমার অসীম শূন্যতার আঁধারে ঢাকা পড়ে জীবনের সকল পূর্ণতা

জোনাকি মেয়েরা হঠাৎ নিভে যায় বিষণ্ন প্রহরে,

ঝিঁঝিঁ পোকারা ঘুমিয়ে যায় মিটিয়ে সব লেনদেন,

আকাশ ও অজস্র আক্ষেপ বুকে চেপে দেখে যায় সাগরের রূপ,

তেমনি আমিও তোমায় দেখিÑ

হৃদয়ের গহীনে জমে থাকা খণ্ড খণ্ড স্মৃতির ভাঁজে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়