প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩
শীত
নাদিয়া আক্তার
শীত নাদিয়া আক্তার
শীত এসেছে! শীত এসেছে!
শীত নেমেছে ঘাসের ডগায়, শীত এসেছে বনে,
শীতের ছোঁয়া ভারী মজা, খুশি লাগে মনে।
শীত নেমেছে পাখির ডানায়, ভিড় যে জমছে তাই!
পরিযায়ী পাখির মেলা, কী অপরুপ যে ভাই!
খেজুর রসের পায়েস মিঠাই, শীতের শিতল দিনে,
চাদর মুড়ে খেতে মজা, তৃপ্তি আনে প্রাণে।
শীত এসেছে নবান্নে তাই, বইছে খুশির জোয়ার,
উৎসব শুরু ঘরে ঘরে, পিঠা-পুলি আর মোয়ার।
শীত থাকবে না বারো মাস, শুকনো পাতা ঝড়ার মাস,তারই শেষে ফাল্গুন মাস, বসন্ত কালের পূর্বাভাস।