প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫২
খাঁ খাঁ
আকিব শিকদার
খাঁ খাঁ আকিব শিকদার
আমার এই খাঁ খাঁ বুকে মুখ লুকাবার
সে তো রইলো না
আমার রংচটা আম কুড়ানোর দিন ফিরিয়ে দেবার
সে তো রইলো না
যার এলোচুলে খেলা করে শৈশবের প্রজাপতি
যার ঘাসে ঢাকা সবুজ বুকে নাক ঘসেছি আমি
সে তো রইলো না, সে তো রইলো না।কে আমায় ফিরিয়ে দেবে চুরি যাওয়া কৈশোর
লাটাই ঘুড়ি
কে আমায় নিয়ে যাবে কাশবনের সাদা সমুদ্রে
বাহুতে ধরি
যার নিঃশ্বাসে বিরাজিত বৃষ্টির গন্ধ
যার দৃষ্টিতে কাজল দীঘির গহিনতা দেখেছি আমি
সে তো রইলো না, সে তো রইলো না।