প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫১
শীত যাতনা
কনক কুমার প্রামানিক
শীত যাতনা কনক কুমার প্রামানিক
কনকনে হিম হাওয়ায়
কাঁপন লাগে গায়,
সূর্যিমামা দূর আকাশে
উঠে অলস পায়।গরিব লোক কাতর হয়ে
আগুন তাপে গায়ে,
শীত তাড়াতে মানুষজন
চুমুক দেয় চায়ে।গরম হয় না লেপ-কাঁথা
বিষণ্ন রাত কাটে,
সন্ধ্যা নামার আগে যেন
সূর্য যায় পাটে।থেমেই যায় জীবন যেন
গাছের পাতা ঝরে,
হিম শীতে কষ্ট বেজায়
থাকা যায় না ঘরে।