রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮

মিছে মোহের ঘোর

এসএম বাশার
মিছে মোহের ঘোর

মিছে মোহের ঘোর এসএম বাশার

যে যাওয়ার যায় চলে কত স্মৃতি মায়া ফেলে,

ব্যথা ভরা চোখে চাহি কাঁদে শুধু মন,

ভবঘুরে কাটে বেলা জুটে শুধু অবহেলা,

অসময়ে কাজে নাহি আসে গো স্বজন।

নীরব তিমির রাতে কথা হয় তাঁরার সাথে,

নিভৃত চলে প্রাণে ব্যথার দহন,

শুধু মন কেঁদে কয় এ ধরা ছলনাময়,

সংসার বিষাদ ভারি বলেছে লালন।

মির্জা গালিবে কয় এ জগত মোহময়,

এতোকিছু করে মানব কিনিতে কাঁপন।

মনে সাধ রয়ে যায় জীবন তো ক্ষয়ে যায়,

কোনজনে অমর কভু হয়েছে কখন!

যার আছে যত বেশি ঝপে আরো রাশি রাশি,

সোনার পাহাড় গড়ে ভরে নাতো মন।

বুঝে ভুল অবশেষে যথা ধারে মৃত্যু আসে,

সময় গড়িয়ে গেলে হয়না সাধন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়