বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮

মরীচিকা

দোলা রানী দেওয়ান
মরীচিকা

মরীচিকা দোলা রানী দেওয়ান

মানুষ মানুষের সৌন্দর্যের রংতুলি,

দীর্ঘশ্বাসগুলো দিয়ে ভর্তি নিজ ঝুলি।

অব্যক্ত বাক্য অস্থির হতে প্রকাশ,

নিয়তি মানে না ভুলের হিসাব-নিকাশ।

ব্যঙ্গ করা চিত্রপট যতনে রয়েছে দেয়ালে,

বিলাসী মন অভিমানের পিছে রাখে গোপনে।

বেপরোয়া মৌনতা লেপ্টে আছে,

অপ্রয়োজনীয় বস্তুও কোনো না কোনো দিন লাগে কাজে।

প্রয়াণ এসে করবে মন খারাপের সমাপ্তি,

উপসংহারে আমি নির্বিকার হয়তো এই ছিল প্রাপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়