প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭
নীতিকথা
কাজী শাহীদুজ্জামান
নীতিকথা কাজী শাহীদুজ্জামান
আদর্শ আজ হাটের পণ্য
হয় নিত্য বেচা-কেনা,
সততা গেছে নির্বাসনে
ঠিকানা তার আছে কি জানা!
মানবতা শুধু আজ মুখের বুলি
নেইতো কারো কাছে,
খুনি-ডাকাত খোলস পাল্টে
মানবতার ফেরিওয়ালা সাজে!স্বার্থ হাসিলে জায়েজ সব
নেইকো লজ্জা তাতে,
নীতিকথা বলে ঝড় তোলে দিনে
আবার সিঁদ কাটে রাতে!চোরে চোরে মাসতুতো ভাই
ভাগের বেলায় মিলে,
চারদিকে শুধু খাই খাই ভাব
দেশটাকে পারলে খায় গিলে!