প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬
আশা ভালবাসা
আশা ভালবাসা মহসিন আলম মুহিন
কত আশা ভালবাসা স্বপ্ন ভরা চোখ, পাই না দেখা হাত বাড়িয়ে হিয়ার মাঝে শোক।
ছোট্টবেলার বন্ধু আমার চড়ুইভাতির সাথী, আশায় আশায় দিন করে পাড় এখন দেখি রাতি।
শান-বাঁধানো পুকুর ঘাটের ডুব সাঁতারের প্রীতি, এখন শুধু অশ্রু ঝরায় ব্যথার তোলে গীতি।
মিছে মিছি বউ সাজা আর বিয়ে বিয়ে খেলা, এখন যে দেয় মরণ কামড় তীব্র বিষের জ্বালা।
কোথায় গেলো সোহাগ বদন কোথায় প্রেমের ফুল, চোখ মুখে আজ আঁধার নামে ভাবনায় শত ভুল।
আশায় আশায় দিন কেটে যায় বলার নাই ভাষা, কোথায় যেন হারিয়ে গেলো আশা ভালবাসা।