রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:১৬

মানিক দাসের তিনটি কবিতা

অনলাইন ডেস্ক
মানিক দাসের তিনটি কবিতা

মানিক দাসের তিনটি কবিতা মৌসুমী

মৌসুমী বাতাসে ভেসে দূর থেকে কাছে এলে।

আনমনে একা একা হেঁটে হেঁটে কোন অজানার পথে যাচ্ছে।

দূর থেকে চোখে চোখ পড়তে মৌসুমি থমকে দাঁড়ালো।

চোখের ইশারায় ডাকতেই সাড়া দিলো।

মিষ্টির বাড়িতে খানিক সময় বসে দধির আড্ডা।

মনের মাঝে জমে থাকা দুঃখের গল্প শোনা।

বড় দুঃখী অভাগা রমণী কণ্যাকে বুকে আগলে বেঁচে থাকার আকুতি।

সংসারজীবন থেকে হারিয়ে গেছে মৌসুমির বারোটি বসন্ত।

*** মন চাই

আমি এমন একটা মন চাই

যে মন অন্য একটা মনকে

ভালোবাসবে, ভালোবাসবে হৃদয়কে

এমন মন কোথায় পাবো?

আমি এমন একটা মন চাই

যে মন হৃদয় ভাঙবে না

সে হবে হৃদয় মন্দিরের

একমাত্র পূজারি।

আমি সেই ধরনের মন চাই

যে মনের মধ্যে

থাকবে না কোনো মান-অভিমান

থাকবে শুধুই ভালোবাসা।

তুমি কি দিবে তোমার মন

আমার মনের সাথে মিতালি করতে

তুমি বাসবে ভালো

আমি ও তোমাকে।

*** খণ্ডিত নাম

সাদা সাদা আঁখি দুটি

দেখতে খুবই বেশ

কত দিন দেখেছি

বলিনি তোমায় সুন্দরী।

হঠাৎ ষোড়শ জুলাই বিংশ শতাব্দী

মৌসুমী বাতাসে ভেসে

তুমি কাছে এলে

মিষ্টির বাড়িতে বসে দুজনের কত গল্প।

ধীরে ধীরে দুজন কত আপন

কত কাছাকাছি

মনের জমানো না বলা কথা

বলেছো আপন হয়ে।

মৌসুমী কোনো বায়ু নয়

এক নারীর খণ্ডিত নাম

অবুঝ শিশুর মাতা হয়ে কত কষ্ট

শুধু ওর পিতৃ পরিচয়ের।

আজ মৌসুমী পুরানো স্মৃতি

ভুলে যেতে চায়

আপন করে কাছে কাউকে পেয়ে

পুরানো সব স্মৃতি আজ ভুলেছে সে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়