রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:১৪

অসিয়ত

নজরুল ইসলাম শাকিল
অসিয়ত

অসিয়ত নজরুল ইসলাম শাকিল

তুমি যেভাবে আমার খুশি কাইড়া নিছো,

হাসিমুখটারে গোমড়া বানাইছো।

স্বপ্ন দেখা চোখগুলারে উদাসীন করছো,

ঘুমকাতুরেরে নিশাচর বানাইছো।

তুমি যেভাবে আমার হৃদয় ভাঙছো,

ছাঁই চাপা আগুনে জ্বালাইছো।

জ্যান্ত প্রেমিক চিতায় তুলছো,

বেঁচে থাকার শখ ঢেউয়ে মিশাইছো।

তুমি যেভাবে আমায় অবহেলা করছো,

ধূসর আলোর মেঘে ভাসাইছো।

আলোর চোখে পট্টি বাইন্ধা অন্ধ করছো,

হাত সরিয়ে নিয়ে লাঠিও ফেলে দিছো।

এভাবেই আমার আয়ু থেকে দুদিন কাইড়া নাও,

সেই সাথে আমার ভোগ করা যন্ত্রণাগুলোও নিও।

একই আসমানের নিচে থেকেও পর হবার দুঃখ,

আমার হয়ে দুদিন বেঁচে থেকে বুঝে নিও প্রিয়।

ক্ষমার অযোগ্য অপরাধ করেছো, আর ক্ষমা করার মতো মহৎ নই আমি।

তবুও রোজ হাশরের কাঠগড়ায় তোমায় দেখতে চাই না।

অসিয়ত; আমার বহন করা আর্তনাদগুলো এইপারেই বুঝে নিও তুমি,

ওইপারে আর তোমার নামটাও শুনতে চাই না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়