প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:১৯
মা-সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার এক হৃদয়স্পর্শী দৃশ্য
পৃথিবীতে মা-সন্তানের ভালোবাসার সম্পর্ক চিরন্তন, যা শুধু মানুষের মধ্যেই নয়, প্রাণীদের মধ্যেও অসীম মমত্ববোধে পরিপূর্ণ। শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডের নিকটস্থ ফুটপাথ থেকে তোলা এই ছবিটি এই সত্যকেই নতুন করে ফুটিয়ে তুলেছে। ছবিটিতে দেখা যায়, একটি মা কুকুর তার ছানাদের দুধ পান করাচ্ছে। ফুটপাথের ধুলোবালির মধ্যেও সন্তানদের জন্যে তার নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ দর্শকমাত্রেরই মনে গভীর দাগ কেটে দেয়।
এ দৃশ্য প্রাণীদের প্রতি মানুষের দায়িত্ব ও মানবিকতার কথা স্মরণ করিয়ে দেয়। মা কুকুরটি হয়তো নিজে ক্ষুধার্ত, তবুও তার সন্তানদের সুরক্ষা ও পুষ্টির জন্যে সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মায়ের এমন নিঃস্বার্থ ত্যাগ আর স্নেহ অনুকরণীয়।
মা কুকুর ও তার সন্তানদের এমন দৃশ্য মানুষকে শেখায় ভালোবাসা এবং ত্যাগের কোনো সীমানা নেই। এটি শুধু মানুষ নয়, সব প্রাণীর মধ্যেই প্রকৃতির নিয়মে প্রতিষ্ঠিত। মানুষমাত্রেরই উচিত এই সম্পর্ককে সম্মান জানানো এবং প্রাণীদের প্রতি সদয় হওয়া।