রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:০০

কলেজ খোলার আগের দিন সরকারি কলেজে বিয়ের আয়োজন

অনলাইন ডেস্ক
কলেজ খোলার আগের দিন সরকারি কলেজে বিয়ের আয়োজন

সারাদেশে আজ (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো পাঠদান। কলেজে পরিস্কার পরিচ্ছন্নতা ও শিক্ষার্থীদের বরণের জন্য গতকাল শনিবার দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রস্তুতি চললেও কলেজ খোলার আগের দিন সরকারি কলেজে ধুমধাম করে চলে বিয়ের আয়োজন। কলেজ ক্যাম্পাসে চলে পোলাউ-মাংস রান্না, হল রুমে স্টেজ ডেকোরেট করে চলে বর যাত্রীর আতিথিয়েতা। গভীর রাতে মঞ্চে হয় 'পানি পানি' গানের সাথে ডিজে পার্টিও! ঘটনাটি ঘটে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে।

গতকাল কলেজে প্রবেশ করে কিছুটা এগোলেই চোখে পড়ল এলোমেলো করে অনেকগুলো বেঞ্চ, মনে হলো, আজ রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতি নেওয়ার অংশ হিসেবে বেঞ্চগুলো এভাবে রাখা হয়েছে, যাতে সেখান থেকে নিয়ে শ্রেণিকক্ষে সাজানো যায়। ভেতরে প্রবেশ করে দেখা গেল, মিলনায়তনে চলছে আলোকসজ্জাসহ সাজসজ্জার কাজ। মনে হলো, কাল খোলা উপলক্ষে কোনো নবীন ববরণ অনুষ্ঠানের প্রস্তুতির জন্য এমনটি করা হচ্ছে। কিন্তু ভেতরে একপাশে রান্নার বড় আয়োজন দেখে খটকা লাগল।

পরে খোঁজ নিয়ে জানা গেল, আসলে কলেজের এক কর্মচারীর ছেলের বিয়ের জন্য এমন আয়োজন চলছে। বিষয়টির সত্যতা স্বীকার করে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া সাংবাদিকদের জানান, একজন কর্মচারী তাঁর সন্তানের বিয়ের এই অনুষ্ঠান আগেই নির্ধারণ করেছিলেন। তাই ‘মানবিক কারণে’ অনুষ্ঠানটি করতে দেওয়া হয়েছে। তবে গতরাতেই বিয়ে শেষে সবকিছু গুছিয়ে নেয়া হয়েছে।

গত রাতে বিয়ের অনুষ্ঠান হলেও আজ ক্লাস শুরুর জন্য ‘পর্যাপ্ত প্রস্তুতি’ নেওয়া হয়েছিলো বলে দাবি করেন অধ্যক্ষ। তাঁদের কলেজে উচ্চমাধ্যমিকে মোট আড়াই হাজারের মতো শিক্ষার্থী আছে। অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া বলেন, সামাজিক দূরত্ব মেনে যাতে ক্লাস হয়, সেভাবেই সময়সূচি সাজিয়েছেন। শিক্ষার্থীদের কয়েকটি ভাগে ভাগ করে ক্লাস করানো হয়েছে। বিয়ে অনুষ্ঠান কলেজের ক্লাসে কোন প্রভাব ফেলেনি বলেও দাবী করেন অধ্যক্ষ। যদিও করোনাকালীন সময়ে কঠোর বিধিনিষেধর যে কয়টি চলমান রয়েছে তার মধ্যে কোন প্রকার রাজনৈতিক, সামাজিক আচার অনুষ্ঠান করা যাবে না বলা হয়েছে। তবুও একটি সরকারি প্রতিষ্ঠানে কি করে বিয়ের আয়োজন হয় তা নিয়ে কথা বলেননি অধ্যক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়