শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৮

দেড় বছর পর স্কুলে ক্লাস শুরুর ঘণ্টা বাজলো

স্টাফ রিপোর্টার
দেড় বছর পর স্কুলে ক্লাস শুরুর ঘণ্টা বাজলো

দীর্ঘ ১৮ মাস পর ক্লাস শুরুর ঘণ্টা বেজেছে চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। করোনা সংক্রমণ নিম্নমুখি হওয়ায় প্রায় দেড় বছর পর শ্রেণি কক্ষের দ্বার খুলেছে আজ ১২ সেপ্টেম্বর রবিবার। করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে চাঁদপুরসহ দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ । শিক্ষার্থীদের কলতানে মুখরিত হয়েছে শ্রেণিকক্ষ।

প্রতিষ্ঠানের প্রবেশমুখে সারিবদ্ধভাবে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপাসহ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা হচ্ছে। যেসব শিক্ষার্থীর মুখে মাস্ক নেই শিক্ষকরা বিদ্যালয়ের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দিচ্ছেন। শিশুরাও অনেকদিন পর শিক্ষাঙ্গনে ফিরতে পেরে উদ্বেলিত।

চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, জেলায় মাধ্যমিক ও কলেজ মিলিয়ে ৩৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারি নির্দেশনার পর থেকেই কঠোর মনিটরিং করে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাবউদ্দিন জানান, করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরাসরি পাঠদান না হলেও প্রধান শিক্ষক এবং অন্যদের উপস্থিতি ছিল। তারপরও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় কোথাও কোনো ঘাটতি রাখা হয়নি। সুতরাং সরকারি স্বাস্থ্যবিধি মেনে রবিবার শ্রেণি কক্ষে পাঠদানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়