প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:০১
স্কুলে এসে খুশি শিক্ষার্থীরা
দীর্ঘ দেড় বছরের বিরতির পর ১২ সেপ্টেম্বর রোববার থেকে আবারো ক্লাসে ফিরলো শিক্ষার্থীরা। ক্লাসে আসতে পেরে খুশি শিক্ষার্থীরা । একই সাথে শিক্ষার্থীদের কলরবে মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান। এমন আনন্দঘন পরিবেশ দেখে নিজেরাও খুশি আগলে রাখতে পারছেন না শিক্ষকরা।
|আরো খবর
ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রবেশের সময় শিক্ষকরা তাপমাত্রা পরিমাপ করছেন। পরে প্রতিটি শিক্ষার্থীকে লাইন ধরে হ্যান্ড স্যানিটাইজিং করতে দেখা গেছে। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^বিদ্যালয়ে প্রবেশ কালে প্রতিটি প্রতিটি শিক্ষার্থীকে একই ভাবে হ্যান্ড স্যানিটাইজিং করে তাপমাত্রা মেপে কক্ষে প্রবেশ করতে দিচ্ছে শিক্ষকরা।
ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী আফনান, ৫ম শ্রেণির শিক্ষার্থীর আদৃতা, কথিকা , সৌমিক, ইশানসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, ক্লাসে আসতে পেরে আমার খুব খুশি।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিদার ও রিফাত হোসেন জানান, আবরো আমরা ক্লাসে ফিরতে পারবো, এটা ভেবেই আনন্দিত। ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, আমাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। আশা করছি সফল হবো।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড, মোহাম্মদ মোহেবুল্লাহ খান বলেন, আমরা প্রতিটি শিক্ষার্থীকে স্বাস্থ্য বিধি মেনে ক্লাসে ঢুকতে দিয়েছি। কঠোর মনিটরিং অব্যাহত থাকবে।
উপজেলা শিক্ষা অফিসার মনির উজ্জামান বলেন, শিক্ষার্থীরা আবারো ক্লাসে ফিরছে, এটা একটি খুশির সংবাদ। তবে আমরা সকলে যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই , স্বাস্থ্য বিধি মনে চলি, তবে আর সমস্যা হবে না।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি জানান, সকাল থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। সকলেই সরকারি নিদের্শনা মেনে চলছেন।