রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:০২

'নো মাস্ক নো এন্ট্রি' কর্মসূচী শতভাগ পালন করবে পুরান বাজার ডিগ্রি কলেজ

'নো মাস্ক নো এন্ট্রি' কর্মসূচী শতভাগ পালন করবে পুরান বাজার ডিগ্রি কলেজ
অনলাইন ডেস্ক

জেলার দৃষ্টিনন্দন ক্যাম্পাস নামে পরিচিত চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজ নতুন করে আর পরিস্কার করার কিংবা সাজসজ্জ্বার কিছু নেই। সাজানো বাগানের মত পুরো কলেজ চত্তরকে সবসময়ই পরিস্কার রাখেন কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। রেখেছেন করোনাকালীন মূহুর্তেও। গত দেড় বছরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্নতায় গুরুত্ব না দিলেও এ প্রতিষ্ঠানটিতে তা অব্যাহত ছিলো।

১২ সেপ্টেম্বর দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের রজনীগন্ধ্যায় বরণ করে নেয়া হবে বলে অধ্যক্ষ জানান চাঁদপুর কণ্ঠকে। তিনি বলেন ফুল দিয়ে এ বরণ মানে নবীন বরণ নয়, এ বরণ একটি বিশেষ অর্থ বহন করে। শিক্ষার্থীদের অনুধাবন করানো যে তোমরাই এ ক্যাম্পাসের প্রাণ, তোমাদের আগমনেই মুখরিত হয় এ চত্তর।

কলেজটি 'নো মাস্ক, নো এন্ট্রি'-কর্মসূচীটি শতভাগ পালন করবে বলে নিশ্চিত করেছেন অধ্যক্ষ। বলেন, যে শিক্ষার্থীর মাস্ক থাকবে না তাকে কলেজ থেকে মাস্ক সরবরাহ করা হবে। তবুও মাস্ক পড়া ছাড়া কোন শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে দেয়া হবে না। কলেজ ক্যাম্পাসে হ্যান্ড ওয়াশের জন্য প্রচুর পরিমানে পানি সরবরাহের ব্যবস্থা করা আছে। প্রত্যেকে নিরাপদ দূরুত্ব বজায় রেখে প্রতিক্ষা ছাড়াই হ্যান্ড ওয়াশের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ক্লাসে চলে যেতে পারবে।

স্বাস্থ্যবিধি মেনে নির্ধারণ করা হয়েছে আসন বিন্যাস। স্টুডেন্ট সমাগম হতে পারে এমন কার্যক্রমগুলো সাময়িক স্থগিত থাকবে। সকল প্রস্তুতি সম্পন্ন শেষে শিক্ষার্থীদের বরণ করে প্রতিষ্ঠানের প্রাণ ফিরিয়ে আনতে প্রস্তুত পুরান বাজার ডিগ্রি কলেজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়