রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:০০

পূর্বের মতই চলবে চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাস

অনলাইন ডেস্ক
পূর্বের মতই চলবে চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাস

আগামীকাল (১২ সেপ্টেম্বর) থেকে স্বশরীরে ক্লাস শুরু হলেও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা সপ্তাহের যেদিন স্কুলে এসে ক্লাস করবে সেদিন ব্যতিত সপ্তাহের বাকি দিনগুলোতে পূর্বের মতই অনলাইন ক্লাস সচল রাখবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ চাঁদপুর। প্রদিষ্ঠানের উপাধ্যক্ষ রেজাউল করিম চাঁদপুর কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের শ্রেণি পাঠদানের জন্য নেয়া হয়েছে সব ধরণের প্রস্তুতি। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাদের ইউনিফর্ম ছোট হয়ে গেছে বা পরিধান অযোগ্য বা বানানো হয়নি তাদের ক্ষেত্রে মার্জিত যে কোন পোশাক পড়ে আসলে এলাও করা হবে। নতুন পোশাক বানানোর জন্য সময় দেয়া হবে বলেও জানান তিনি। শতভাগ শিক্ষার্থীদের স্কুলমুখী করতে আপাতক তারা কঠোরতা দেখাতে চাচ্ছেন না।

মূল ফটকে জীবানুনাশক স্প্রে ছিটানো, স্যানিটাইজার নিশ্চিতকরণ ও হ্যান্ড ওয়াশের পর মাস্ক পড়ে প্রবেশ করতে হবে শ্রেণিকক্ষে। স্কুল ক্যাম্পাসে শুধুমাত্র শিক্ষার্থীরাই প্রবেশ করবে। অভিভাবক বা বহিরাগত কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

কোনভাবেই যেন শিক্ষার্থীরা মাস্কহীন একত্রিত না হয় সে দিকে লক্ষ্য রাখবে প্রতিষ্ঠানটি। কোন শিক্ষার্থী অসুস্থ আছে কি-না তাও নিশ্চিতের জন্য কাজ করবে শিক্ষকদের অবজারভেশন টিম। যেহেতু পূর্বের নিয়মে অনলাইন ক্লাস সচল থাকবে তাই কেউ অসুস্থ হলেও শ্রেণিপাঠদান থেকে বঞ্চিত হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়