প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৫২
অভ্যর্থনায় অতিরিক্ত মাস্ক মজুদ রাখবে আল-আমিন একাডেমি
১২ সেপ্টেম্বর থেকে যতদিন ক্লাস চলবে প্রতিদিন কোন ভাবেই মাস্ক ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না আল আমিন একাডেমিতে। প্রতিষ্ঠানটির প্রধান ফটকে প্রস্তুত থাকবে শিক্ষকদের সমন্বয়ে গঠিত মনিটরিং টিম। তাদের কাছে মজুত থাকবে অতিরিক্ত মাস্ক। কোন শিক্ষার্থী কোন কারনে মাস্ক আনতে ভুলে গেলে বা মাস্ক পথে ছিড়ে গেলে অথবা মাস্কটি স্বাস্থ্যসম্মত মনে না হলে ওই শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে মাস্ক সরবরাহ করা হবে বলে জানান চাঁদপুর আল-আমিন একাডেমির সহকারি প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম।
|আরো খবর
এছাড়াও একাডেমির মূল গেট থেকে শ্রেণিকক্ষ পর্যন্ত প্রায় ৩ ফুট দূরুত্বে গোল বৃত্ত করে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রবেশ ও বের হওয়ার সময় প্রতিটি বৃত্তের মধ্যবর্তী দূরুত্ব যেন বজায় রাখে তা নিশ্চিত করবে মনিটরিং টিম। প্রতি বৃত্তে একজন করে শিক্ষার্থী দাঁড়াবে। এভাবে ক্রমান্বয়ে নির্দিষ্ট দূরুত্ব বজায় রেখে ক্লাসে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের।
ক্যাম্পাসে হাত ধোয়ার জন্য স্থাপন করা হয়েছে পর্যাপ্ত ভেসিন, সকল শিক্ষার্থী হাত ধুয়ে শ্রেণিতে প্রবেশ করবে। হাত ধোয়ার পর থেকে যতক্ষণ শ্রেণিতে থাকবে খোলা যাবে না মুখের মাস্ক। স্কুলের এসএসসি শিক্ষার্থী, ১০ম শ্রেণি ও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে তিন ধরণের ক্লাস রুটিন।
শিক্ষার্থীদের বসার জন্য প্রতি বেঞ্চে দাগ কেটে দূরুত্ব নির্ধারণ করে চিহ্নিত করে দেয়া হয়েছে কোথায় কোথায় বসবে শিক্ষার্থীরা। এছাড়াও কোন শিক্ষার্থী অসুস্থ হলে তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিতসহ সব ধরণের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।