রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৭

শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করবে গণি মডেল উচ্চ বিদ্যালয়, বিভিন্ন ক্লাসে রকমারি সাজ (ভিডিও দেখুন)

রাসেল হাসান

১২ সেপ্টেম্বর খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর জন্য সরকার বেধে দিয়েছে ১৯ দফা নির্দেশনা। সেই নির্দেশনা বাস্তবায়নে গত তিনদিন ধরে কাজ করছে চাঁদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী স্কুল গণি মডেল উচ্চববিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্বে সকল শিক্ষক-কর্মচারিগণ কাজ করছেন নিরলস ভাবে।

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের ১২ সেপ্টেম্বর ফুল দিয়ে বরণ করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের স্কুলমুখী করতে বিভিন্ন শ্রেণিকক্ষে সাজানো হয়েছে রকমারি সাজে। যেন স্কুলের সকল শিক্ষার্থীরা প্রথম দিনই আনন্দের সাথে স্কুলে ফিরে আসে এবং শিক্ষার আনন্দঘন পরিবেশ পেয়ে পাঠ গ্রহণে আগ্রহী হয়।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দীন চাঁদপুর কণ্ঠকে জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার কথা বারবার স্মরণ করিয়ে দেয়ার জন্য সকল শ্রেণিকক্ষে স্বাস্থ্য সচেতন লেখা সম্পন্ন বিভিন্ন পেস্টুন টাঙ্গানো হয়েছে। সকল শিক্ষার্থীদের মাস্ক পড়ে ও স্কুলের ইউনিফর্ম গায় দিয়ে আসতে বার্তা পাঠানো হয়েছে। যাদের ইউনিফর্ম ছোট হয়ে গেছে বা পরিধান অযোগ্য বা বানানো হয়নি তাদের ক্ষেত্রে মার্জিত যে কোন পোশাক পড়ে আসলে এলাও করা হবে। নতুন পোশাক বানানোর জন্য সময় দেয়া হবে। তবুও যেন সকল শিক্ষার্থী স্কুলমুখী হয়।

স্কুলটিতে প্রতি সোমবার সকাল সাড়ে ১১টা থেকে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ শ্রেণির ক্লাস, প্রতি মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে অনুষ্ঠিত হবে ৭ম শ্রেণির ক্লাস, প্রতি বুধবার সকাল সাড়ে ১১টা থেকে অনুষ্ঠিত হবে ৮ম শ্রেণির ক্লাস, প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে অনুষ্ঠিত হবে ৯ম শ্রেণির ক্লাস, শনি থেকে বৃহস্পতি প্রতিদিন সকাল ১০টা থেকে এসএসসি পরীক্ষার্থী ও সকাল ১১টা থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

স্টুডেন্ট ডিসটেন্স ম্যান্টিন করতে সকাল ১০টার পূর্বে ক্যাম্পাসে সারিবদ্ধ ভাবে এসএসসি পরীক্ষার্থী ছাত্রদের প্রবেশ করানো হবে। তাদের ক্লাস শুরু হয়ে গেলে ১০টা থেকে ১১টার মধ্যে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সারিবদ্ধ ভাবে প্রবেশ করানো হবে। ১০ম শ্রেণির ক্লাস শুরু হয়ে গেলে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নির্ধারিত দিনের শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করানো হবে। আবার ছুটির সময়ও এভাবে ধারাবাহীক সাইক্লিং পদ্ধতিতে ছুটি হবে শিক্ষার্থীদের। ব্যবহার করা হবে স্কুলের পশ্চিম পাশ ও দক্ষিণ পাশের দুটি গেটই। সংরক্ষিত থাকবে বহিরাগতদের প্রবেশ। বিণাপ্রয়োজনে যে কারো ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে মূল ফটকে সবসময় প্রহরী থাকবেন।

স্কুলের দুটি গেট, নিচ তলা, দোতলা ও ৩য় তলায় থাকবে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশের ব্যবস্থা। প্রতিটি সিড়ির সামনে থাকবে জীবানুনাশক পানি মিশ্রিত পাটের বস্তা যাতে জুতা পরিস্কার করে উপরে উঠবে শিক্ষার্থীরা।

গণি মডেল উচ্চবিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও শরীর চর্চা বিষয়ক শিক্ষক সার্বক্ষণিক মনিটরিং করবেন প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের স্বাস্থ্যের গতি-প্রকৃতি। কোন শিক্ষার্থী জ্বর-সর্দি জনিত লক্ষণ দেখা দিলে তাকে প্রাথমিক চিকিৎসাপূর্বক নিরাপদে বাড়ি পৌঁছানোর আগাম ব্যবস্থাও নিয়ে রেখেছে স্কুল কর্তৃপক্ষ।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি সপ্তাহে ১দিন স্বশরীরে ক্লাস করলেও বাকি দিনগুলোতে অনলাইন পাঠদান সচল রেখে ছাত্রদের নির্ধারিত সিলেবাস শেষ করারও প্রস্তুতি আছে স্কুলটিতে। শিক্ষক-কর্মচারিদের মধ্যে প্রায় সকলেই এসেছেন টিকার আওতায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়