শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ১২:৪৩

স্কুলে ফিরতে শিক্ষার্থীদের ব্যাকুলতা -১

 বাড়িতে যতই পড়ি, বিদ্যালয়ের মতো না

কামরুজ্জামান টুটুল
 বাড়িতে যতই পড়ি, বিদ্যালয়ের মতো না

বাড়িতে যতই পড়ি বিদ্যালয়ের মতো পড়া হয় না। বিদ্যালয় খোলা থাকলে ক্লাশে পড়া দেবার চাপে বাড়িতে পড়তেই হয়। সেটা এখন আর হয় না। এভাবে বাড়িতে আর ভালো লাগে না। সারাক্ষণ মনটা ছটফট করে, কবে স্কুলে যেতে পারবো? কবে আবার ভালো করে পড়ালেখায় মনোনিবেশ করতে পারবো? কবে বিদ্যালয়ে মাঠে খেলতে নামবো, কবে স্যারদেরকে দেখতে পাবো?

চাঁদপুর কন্ঠের বিশেষ আয়োজন " স্কুলে ফিরতে শিক্ষার্থীদের ব্যাকুলতা" শিরোনামে সাক্ষাৎকার পর্বে উপরোক্ত কথাগুলো বলেন হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর শিক্ষার্থী রোকনুজ্জামান অয়ন।

রোকনুজ্জামান অয়ন বলেন, অনলাইনে ক্লাশ করি, অনলাইনে প্রাইভেট পড়ি কিন্তু বাস্তবতার মতো এতো মজা পাইনি। অনেক স্যারদের চেহারার কথা মনে নেই। স্যারেরা সামনাসামনি বসে যেভাবে পড়ান, পড়া আদায় করেন, না পারলে আবারো পড়া দিয়ে দেন, এগুলো থেকে প্রায় পৌনে ২ বছর বঞ্ছিত। সবাই ঘুরতে যায়, অফিসে যায়, বেড়াতে যায় কিন্তু আমরা বিদ্যালয়ে যেতে পারিনি।

সবচে' মজার বিষয় ৬ষ্ঠ শ্রেণীর নতুন ড্রেস, স্কাউট ড্রেস, ৭ম শ্রেণীর নতুন ড্রেস, স্কাউট ড্রেস নতুন বানানো হয়েছে কিন্তু দুই মাস করে পড়তে পারিনি। সবগুলো ছোট হয়ে গেছে। এখন হয়তো বিদ্যালয় খুললে নতুন ড্রেস বানানো লাগবে। তবে স্কুল ব্যাগটা মা পলিথিনে মুড়িয়ে রাখায় ভালো আছে।

এ্যাসাইনমেন্টের বিষয়ে রোকনুজ্জামান অয়ন বলে, ৭ম শ্রেণীতে এখন আমাদের দ্বাদশ এ্যাসাইনমেন্ট চলমান রয়েছে। জমা দেওয়া এ্যাসাইনমেন্টগুলোর ফলাফল কি জানতে পারিনি?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়