বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৫:২৪

মতলব উত্তরে স্বেচ্ছাশ্রমে বৌবাজার-গজরা বাজার রাস্তা মেরামত

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে স্বেচ্ছাশ্রমে বৌবাজার-গজরা বাজার রাস্তা মেরামত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বৌবাজার-গজরা বাজার রাস্তার কাপের্টিং উঠে গিয়ে, ছোট বড় খানা-খন্দকে পরিণত হয়েছে। এমনকি রাস্তার বড় বড় গর্ত ও রাস্তাগুলো ভেঙে পড়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগের মাধ্যম ছোট বড় সকল যানবাহন এমনকি, ব্যাটারিচালিত অটো, ভ্যান ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পেহাতে হচ্ছে। গত দুই দিন ধরে সারা ফাউন্ডেশনের সদস্যরা নিজ অর্থায়নে ট্রাকে করে বালু এবং ইট এনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি মেরামত করেন।

এলাকাবাসী জানান, রাস্তাটি দীর্ঘদিন মেরামত না করায় পানি ও গর্তে পরিণত হয়। এ রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা রাস্তাটি পায়ে হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়েছে। কর্তৃপক্ষের মেরামতের কোনো উদ্যোগ নেই। মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে সারা ফাউন্ডেশনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করেছে।

সারা ফাউন্ডেশনের শেখ রাসেল মাহমুদ বলেন, সাধারণ মানুষের যাতায়াত এর সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে, দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি এই অবস্থায় থাকায় অনেক সমস্যা হচ্ছিল। এতে যানবাহন সব সাধারণ মানুষের চলাচলের কষ্ট হচ্ছিল, তাই আমরা নিজেরা নিজ উদ্যোগে করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়