শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১৯:৪০

চাঁদপুর সদর উপজেলায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায়

২২৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
২২৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

২০২৩-২৪ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার ২২৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বছরব্যাপী সবজি বীজ, ফলের চারা, জৈব সার, কেচো সার, গার্ডেন নেট, সাইনবোর্ড, পানি দেবার ঝাঝরি, বীজ সংরক্ষণ পাত্রসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২ জুলাই মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার কৃষকের হাতে এই উপকরণ তুলে দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপন রায়।

এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষি উপকরণ নিতে আসা লোকজন, প্রকল্প সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। এসব কৃষি উপকরণ পেয়ে তারা খুবই খুশি। কৃষক মনে করেন এর মাধ্যমে, এভাবেই চাঁদপুর সদর তথা চাঁদপুর জেলার কৃষি আরও সমৃদ্ধ ও টেকসই হবে।

চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় বলেন, নিরাপদ সবজি উৎপাদনে পারিবারিক পুষ্টি বাগান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা। এ প্রকল্পের আওতায় কৃষি অফিসের পক্ষ থেকে আমরা গতকাল মঙ্গলবার ২২৫ জন কৃষককে বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগানের জন্য বছরব্যাপী সবজি বীজ, ফলের চারা, জৈব সার, কেচো সার, গার্ডেন নেট, সাইনবোর্ড, পানি দেবার ঝাঝরি, বীজ সংরক্ষণ পাত্রসহ অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়