প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১৫:৪৭
ফরিদগঞ্জে কৃষি প্রণোদনা বিতরণ
ফরিদগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা ও ঘূর্ণিঝড় রেমাল উপলক্ষ্যে পূনবার্সন কর্মসূচির আওতায় খরিপ/২০২৪-২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের (উফশী জাতের) বীজ ও রাসায়নিক সার এবং নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৬জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ। ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম আহমেদ ।
|আরো খবর
কৃষি অফিস জানায়, রোপা আমন প্রণোদনা ৯০০ জন, নারিকেল চারা ৪৫০ জন, ঘূর্ণিঝড় রেমালের পুনর্বাসন (রোপা আমনের উফশী বীজ ও সার) ৪০০ জন, ১ জন কৃষক ১ বিঘা জমির জন্য রোপা আমন ধানের উফশী জাতের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে পাবেন। আর নারিকেল চারা একজন কৃষক ৫টি করে চারা পাবেন।