রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ১৪:১৪

শ্রীনগর বাঘড়া পদ্মা নদীর চর পর্যটন শিল্পের অপার সম্ভাবনা

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগর বাঘড়া পদ্মা নদীর চর পর্যটন শিল্পের অপার সম্ভাবনা

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া পদ্মা নদীর চর মন মুগ্ধকর দৃশ্য পর্যটন শিল্পের সম্ভাবনারই ইঙ্গিত। পদ্মা নদীর পাড়ে সবুজে ঘেরা ও মন মুগ্ধ দৃশ্য দেখতে শীতকাল সহ সারা বছর ভ্রমণ পিপাসু মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে বেড়াতে আসেন। শীতের আগমনে ছুটি ও বিশেষ দিবসে ভ্রমণ পিপাসুদের সংখ্যা বাড়তে থাকে । শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠে এলাকার পরিবেশ। সূর্য উদয় ও সূর্য অস্ত নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। এ এলাকায় পর্যটকদের থাকা ও খাবার জন্য নেই কোনো ভালো হোটেল ও রেস্তোরাঁ। এখানে সুন্দরভাবে একটি পর্যটনকেন্দ্র গড়ে উঠলে সরকারের রাজস্ব আয়হবে। এলাকা হবে উন্নত। এ ব্যাপারে বাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিল জানান। এলাকার স্থাপনাগুলো মনোরমভাবে সাজানো ও রক্ষণাবেক্ষণ করা হয়নি। পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারলে এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়