প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ১৫:৪৪
মুন্সিগঞ্জে হিমাগার সঙ্কটে আলু চাষীরা বিপাকে
মুন্সীগঞ্জে হিমাগার সঙ্কটে আলু চাষীরা বিপাকে পরেছে। মুন্সিগঞ্জ জেলায় আলু চাষীরা আলু উত্তোলনে ব্যস্ত। এবার অসময়ের ঝড় বৃষ্টি হওয়ায় নানা সমস্যা ও দুর্ভোগ পোহাতে হয় আলু চাষী কৃষকদের। তারপরও এ বছর ৩৫ হাজার ৮শ’ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। ইতিমধ্যে ২৩ হাজার ৩শ’ হেক্টর জমির আলু উত্তোলন করা হয়েছে। এবার মুন্সিগঞ্জ জেলায় ১০ লক্ষাধিক মেট্রিক টন আলু উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু জেলায় মাত্র ৬৮ হিমাগার চলমান। এতে ৫ লক্ষ মেট্রিকটন ধারণ ক্ষমতা রয়েছে হিমাগারের সংকটে আলু চাষীরা রয়েছেন বিপাকে আর্থিকভাবেও হবেন ক্ষতিগ্রস্ত। এ বছর জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩৭ হাজার ৯শ হেক্টর জমিতে কিন্তু অসময়ের ঝড়ো বৃষ্টি হওয়ার কারণে ১১ হাজার ৬শ হেক্টর জমির আলু নষ্ট হয়ে যায়।