রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩:৩৬

ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাব

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে ফসলের ব্যাপক ক্ষতি

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে ফসলের ব্যাপক ক্ষতি
মাহবুব আলম লাভলু

ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে চলছে ঝড় ও অনাবরত বৃষ্টি। ফলে সেচ প্রকল্পে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাতাসে পড়ে যাওয়া পাঁকা ধান তলিয়ে যাচ্ছে বৃষ্টির পানির নীচে। সবজি জমিতে পানি জমার কারনে নষ্ট হওয়ার আশংকা। অনেক এলাকায় বোরো ধানের বীজতলা তলিয়ে গেছে। সরিষা ও ভুট্টা চাষীরা চাষাবাদ করে বীজ নষ্ট হওয়ার ধারনায় হতাশ।

হানির পাড় গ্রামের কৃষক লাল মিয়া,বৃষ্টির পানিতে কয়েক দিন আগে লাগানো সরিষা ও ভুট্টা জমি তলিয়ে গেছে। সরিষা ও ভুট্টার গাছ এখন জালায়নি। এগুলো পঁচে নস্ট হয়ে যাবে। জলাবদ্ধতার কারনে প্রতি বছর আমরা ঠিক মতো ফসল ঘরে তুলতে পারি না।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জানান ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে ঝড় ও বৃষ্টিতে কৃষিতে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেই সেচ প্রকল্পে জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতায় ফসলের অনেক ক্ষতি হয়। পাউবো কতৃপক্ষে এ ব্যাপারে দ্রুত ব্যবস্হা নেওয়া প্রয়োজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়