শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২১:২৭

কুমিল্লায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
কুমিল্লায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালিত

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম উন্মুক্ত মঞ্চে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাপ্রশাসক মো. সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী সুমী হায়দারসহ অন্য শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক (১৬ অক্টোবর) সাধক লালন সাঁই দেহত্যাগ করেন। তাঁরা আরও বলেন, ‘মানবতাবাদী মহান সংস্কারক মহাত্মা ফকির লালন সাঁইজী ছিলেন বাঙালি অসাম্প্রদায়িক ও মরমী চেতনার প্রাণপুরুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়