প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯
কম বয়সে এমি জয়ের রেকর্ড ভাঙলেন ওয়েন কুপার
১৪ বছর বয়সে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার!!

ছবি :এমির মঞ্চে ওয়েন কুপার। সংগৃহীত
নেটফ্লিক্সের ব্রিটিশ মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ সারা বিশ্বে আলোড়ন তোলার পর এবার ইতিহাসও গড়ল—১৫ বছর বয়সি
|আরো খবর

ছবি :পুরস্কার হাতে ওয়েন কুপার। সংগৃহীত
সিরিজে তাঁর চরিত্র জেমি মিলার, যাকে সহপাঠীর মৃত্যুর দায়ে অভিযুক্ত করা হয়। চরিত্রটির জটিল আবেগ ও মানসিক টানাপোড়েন নিখুঁতভাবে ফুটিয়ে তোলায় বিচারকরা মুগ্ধ হন।
গত ১৪ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় সোমবার ভোর) লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস-এ ওয়েন কুপার
“Outstanding Supporting Actor in a Limited or Anthology Series or Movie” বিভাগে পুরস্কার অর্জন করেন।
এর মধ্য দিয়ে ভেঙে গেল পুরনো রেকর্ড। ১৯৭৩ সালে স্কট জেকবি ১৬ বছর বয়সে এমি জিতেছিলেন। এবার মাত্র ১৫ বছর বয়সে ওয়েন কুপার সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন।
যদিও সব মিলিয়ে সবচেয়ে কম বয়সী এমি জয়ী এখনো রোক্সানা জল, যিনি ১৯৮৪ সালে ১৪ বছর বয়সে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান।
পুরস্কার হাতে নিয়ে কুপারের প্রতিক্রিয়া ছিল সংক্ষিপ্ত:
“আমার নাম লেখা থাকলেও এটি আসলে আমাদের পুরো দলের জয়। আমি সত্যিই অভিভূত।”
আগামী কাজ
ওয়েন কুপার খুব শিগগিরই BBC Three-এর ‘Film Club’ নামের নতুন সিরিজে দেখা যাবে। এ ছাড়া এমারল্ড ফেনেল পরিচালিত ‘Wuthering Heights’-এর নতুন অভিযোজনে তরুণ হিথক্লিফ চরিত্রে অভিনয় করবেন।
(তথ্যসূত্র: Variety, Teen Vogue, PA Media)
ডিসিকে/এমজেডএইচ