বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৮:৫৬

শাকিবের 'তুফানে' প্রস্তাব পেয়েও অভিনয় করেননি তমা মির্জা, কেন?

অনলাইন ডেস্ক
শাকিবের 'তুফানে' প্রস্তাব পেয়েও অভিনয় করেননি তমা মির্জা, কেন?

দেশ-বিদেশে ‘তুফান’ সিনেমার জয়জয়কার। শাকিব-মিমি অভিনীত এই সিনেমা ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দেশ ছাপিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফির ‘তুফান’ সিনেমা। আয়ের নিরিখেও ব্যবসা সফল এই সিনেমা। নির্মাতা রায়হান রাফির আরেক সিনেমা ‘সুড়ঙ্গ’তে অভিনয় করে বেশ প্রসংশা কুড়িয়েছেন অভিনেত্রী তমা মির্জা। ‘তুফান’ সিনেমা তেও অভিনয়ের সুযোগ পেয়েছিলেন এই অভিনেত্রী। তবে তিনি করেননি।

সম্প্রতি এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন তমা নিজেই। তমা মির্জা বলেন, ‘তুফান’ টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম। আমাকে সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি আর করিনি। সিনোমটি মুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে।

তমা আরও বলেন, নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখনই কিছু বলতে পারছি না। কিছুদিনের মধ্যে নতুন কাজের ঘোষণা দেব। ‘তুফান’ সিনেমাটির মূখ্য চরিত্রে রয়েছেন শাকিব খান। তাঁর বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী এবং নাবিলা। এছাড়াও চঞ্চল ছউধুরীসহ আরও অনেকে রয়েছেন ‘তুফান’ সিনেমায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়