শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ জুন ২০২১, ২০:৪০

পরীমণিকে সাভার থানায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক
পরীমণিকে সাভার থানায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ছবি : সংগৃহিত

সাভার থানা পুলিশ চিত্রনায়িকা পরীমণিকে তার দায়ের করা মামলার প্রক্ষিতে ৪ ঘণ্টা যাবত জিজ্ঞাসাবাদ করেছে । আজ ২৭ জুন রোববার সকালে দুপুর ২.২০ মিনিটে পরীমণি একটি সাদা প্রাইভেটকারে করে সাভার মডেল থানায় আসেন এবং ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির কক্ষে প্রবেশ করলে তাকে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে পরীমণি সাংবাদিকদের বলেন, আমার বেশ কয়েকদিন আগেই এখানে আসার কথা ছিল। শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি। আমি মামলার অগ্রগতি জানতে আসছিলাম। কি বিষয় নিয়ে কথা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরীমণি বলেন,বোট ক্লাবে যা যা ঘটেছিল, সেই বিষয় নিয়েই কথা হয়েছে।

উল্লেখ্য, মামলার আসামি নাসির ইউ আহমেদ ও তুহিন সিদ্দিকী অমিকে ৫ দিনের রিমান্ডের জন্য ২৩ জুন থানায় আনা হয়। প্রসঙ্গত, পরীমণি গত ৮ জুন মঙ্গলবার রাতে ঢাকার বিরুলিয়ার বোট ক্লাবে তাকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে তোলেন এবং ১৩ জুন ঐ দু'জন ছাড়া অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়