শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ১০:০২

সাংবাদিক মিজান মালিকের কথায় পুতুল-ভাষণের কণ্ঠে আস্থা

বিনোদন ডেস্ক
সাংবাদিক মিজান মালিকের কথায় পুতুল-ভাষণের কণ্ঠে আস্থা

করোনাকালের পাথর সময়ের ছাপ পড়েছে তাদের মনের ওপর। তরুণ প্রজন্ম ক্রান্তিকাল অতিক্রম করছে। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকের মনোনিবেশ এখন অন্তর্জালে। স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া তারা। এমন বাস্তবতা নিয়ে ‘আস্থা’ শিরোনামে গান লিখলেন গীতিকবি, সাংবাদিক মিজান মালিক।

সাংবাদিক মিজানের উজ্জীবনী কথায় গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা পুতুল ও নতুন প্রজন্মের তারুণ্যদীপ্ত আরেক শিল্পী ভাষণ। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ।সোমবার ২৩ আগস্ট মিজান মালিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে। এমনটি জানালেন এই গীতিকবি। এ প্রসঙ্গে তিনি বলেন,‘বন্ধ্যা সময়ে আমাদের নতুন প্রজন্ম মন খারাপ করে বন্দি সময় পার করছে। তাদের স্বপ্নের গায়ে যেন ধুলো জমেছে। তাদের মনোবল চাঙা রাখতে মূলত আমি গানটি করেছি।’

এ গান প্রসঙ্গে শিল্পী পুতুল বলেন, ‘অনেক দিন পর ভিন্ন মাত্রার একটি গান গাইতে পেরে ভালো লাগছে। গীতিকবি মিজান মালিক যত্ন করে নতুনদের জন্য গানটি করেছেন। তাদের মনের ভেতর আস্থা-বিশ্বাস ধরে রাখার জন্য গানে এক ধরনের বার্তা আছে। আশা করি,গানটি সবার ভালো লাগবে।

প্রসঙ্গত,মিজান মালিক করোনাকালে বেশ কিছু উজ্জীবনী গান লিখেছেন এরমধ্যে প্রার্থনা,শুভ্র পৃথিবী, চলো বদলে যাই, মতবাদ,বাংলাদেশ,শখের মানুষ ও খেয়াসহ বেশ কিছু গান। রবি চৌধুরী, সুমন রাহাত, কামরুজ্জামান রাব্বী,খালেদ মুন্নাসহ আরও অনেক শিল্পী করোনাকালে তার লেখা গান গেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়