প্রকাশ : ০২ নভেম্বর ২০২২, ১৯:১৬
বলিউড বাদশার তিন দশক
৯৯২ সাল থেকে ২০২২। বলিউড শাসন করেছেন কিংখান। দর্শকের হৃদয় জয় করার ৩০ বছর পূর্ণ হলো আজ। আর বয়সের চাকাটা আছে ৫৭-এর ঘরে। তিন দশকের ক্যারিয়ারে বক্স অফিসে কতটা ঝড় তুললেন তিনি। তারই হালহকিকত থাকল জন্মদিনে।
|আরো খবর
একনজরে
মোট ছবি: ৬৪
ব্লকবাস্টার: ১১
হিট: ২০
অ্যাভারেজ: ৯
ফ্লপ: ২৪
শতকরা হার: ৬২ ভাগ
সর্বমোট আয় (ভারত): ২৫০৩. ১৩ কোটি
‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির দৃশ্যব্লকবাস্টার
করণ অর্জুন
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে
দিল তো পাগল হ্যায়
কুচ কুচ হোতা হ্যায়
কাভি খুশি কাভি গাম
বীর জারা
চাক দে! ইন্ডিয়া
ওম শান্তি ওম
রব দে বানা দি জোড়ি
চেন্নাই এক্সপ্রেসহিট
দিওয়ানা
বাজিগর
ডর
পরদেশ
জোশ
মোহব্বাতেইন
হাম তুমহারে হেই সানাম
দেবদাস
চালতে চালতে
কাল হো না হো
মে হু না
কাভি আলবিদা না কেহনা
ডন
মাই নেম ইজ খান
ডন টু
যব তক হ্যায় জান
হ্যাপি নিউ ইয়ার
দিলওয়ালে
রঈস
ডিয়ার জিন্দেগিঅ্যাভারেজ
চমৎকার
রাজু বান গায়া জেন্টলম্যান
কাভি হা কাভি না
আনজাম
রাম জানে
আর্মি
ইয়েস বস
বাদশা
রা.ওয়ানফ্লপ
জিরো
যব হ্যারি মেট সেজাল
ফ্যান
দিল আশনা হ্যায়
কিং আঙ্কেল
মায়া মেমসাব
যামানা দিওয়ানা
গুড্ডু
ও ডার্লং ইয়ে হ্যায় ইন্ডিয়া
ত্রিমূর্তি
ইংলিশ বাবু দেশি মেম
চাহাত
কয়লা
ডুপ্লিকেট
দিল সে
ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি
হেই রাম
ওয়ান টু কা ফোর
অশোকা
শক্তি-দ্য পাওয়ার
ইয়ে লামহে জুদাই কি
স্বদেশ
পহেলি
বিল্লুসূত্র: এই তালিকা কেবল ভারতীয় বক্স অফিস রেকর্ডের ভিত্তিতে তৈরি হয়েছে। এটি করেছে বলিমুভিরিভিউজ ডটকম। এর মধ্যে অনেক ছবিই ভারতের বাইরে বাজিমাত করেছে।