শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ১০:৫৫

দু’দিনেই ১০০ কোটি ছুঁয়ে ফেলল ‘পুষ্পা’

অনলাইন ডেস্ক
দু’দিনেই ১০০ কোটি ছুঁয়ে ফেলল ‘পুষ্পা’

অল্লু অর্জুনের দক্ষিণী ছবি মুক্তির তৃতীয় দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার ব্যবসা সারা। হলিউডের বহুল চর্চিত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’কে বক্স অফিসে টক্কর দিচ্ছে তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি।

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইটে লিখেছেন, ‘মাত্র ২ দিনেই সারা বিশ্বে পুষ্পা ১০০ কোটি টাকার ব্যবসা করেছে।’ আমেরিকায় এই ছবির ভাঁড়ারে এসেছে ১৩ লক্ষ ডলার।

সিঙ্গল স্ক্রিনগুলিতে রমরমিয়ে চলছে 'পুষ্পা: দ্য রাইজ'। তেমনই জানিয়েছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।অস্ট্রেলিয়াতেও ৯১ লক্ষের বেশি টাকার ব্যবসা করেছে লাল চন্দনকাঠের চোরাকারবারি পুষ্পা রাজের কাহিনি।

নিজের ছবির প্রতি আগাগোড়াই ভরসা রেখেছিলেন অল্লু অর্জুন। ‘স্পাইডার-ম্যান’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রতিযোগিতা নিয়েও বিশেষ চিন্তায় ছিলেন না দক্ষিণী অভিনেতা। ছবি মুক্তির আগে তিনি বলেছিলেন, মানুষকে প্রেক্ষাগৃহে ফেরাবে ‘স্পাইডারম্যান’। তেমনই ভারতীয় দর্শককে প্রেক্ষাগৃহে টানবে ‘পুষ্পা’। আবার সিনেমাকে উদযাপন করার সময় এসেছে।

অল্লু অর্জুন ছাড়াও এই ছবিতে রয়েছেন রশ্মিকা মন্দনা, ফহাদ ফাসিক এবং সামান্থা প্রভুর মতো অভিনেতারা। বিশেষজ্ঞরা মনে করছেন, অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’র পর বক্স অফিসে কাঙ্ক্ষিত ব্যবসা করছে এই ছবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়