বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০২:০৩

আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার

মো. জাকির হোসেন
আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার
ছবি: জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

১৮ নভেম্বর ২০২৫, ফরিদগঞ্জ, চাঁদপুর: জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ আজ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা।

পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার শিক্ষার্থীদের তত্ত্বাবধান ও শ্রেণীকক্ষে মনোনিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের মধ্যে শিক্ষার্থীদের ভাগাভাগি করে দেয়ার সুপারিশ করেন। এছাড়া অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক গড়ে তোলার গুরুত্বও তুলে ধরা হয়।

motion-photo-7871479340745474920

অন্য গুরুত্বপূর্ণ দিকগুলো হলো: শিক্ষকদের হোম ভিজিটিং, অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে দূরে রাখা, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা, শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে আসা ও প্রস্তুতি নিয়ে আসা, খেলাধুলা ও শরীরচর্চা এবং সহপাঠক্রমিক কার্যাবলিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা

জেলা শিক্ষা অফিসার শিক্ষার্থী ও শিক্ষকের উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে যথাযথ দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষকদের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয়, যাতে তারা শিক্ষার্থীদের সর্বোচ্চ মনোযোগ এবং সময়মতো তত্ত্বাবধান নিশ্চিত করতে পারেন।

উল্লেখ্য, এই পদক্ষেপসমূহের মাধ্যমে বিদ্যালয়টি আগামী এসএসসি পরীক্ষায় ফলাফল উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ, নৈতিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে লক্ষ্য রাখছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়