বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০২:৪১

সৎ, সাহসী, স্বপ্নবাজ ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন-এর বদলি

উষ্ণ বিদায় জানালো চাঁদপুর জেলা শিক্ষা অফিস

মো. জাকির হোসেন
উষ্ণ বিদায় জানালো চাঁদপুর জেলা শিক্ষা অফিস

চাঁদপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন মহোদয়ের পদোন্নতি জনিত বদলীর প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আজ ১২/১১/২০২৫ ইং, জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ-এর নেতৃত্বে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ জেলা প্রশাসকের দপ্তরে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন স্যার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলী হয়ে যাচ্ছেন। এক বছর আগে তিনি চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। ২৪ বিসিএসের এই যোগ্য কর্মকর্তা সম্প্রতি যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্যারের একবছরের দায়িত্বকালে উনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সবসময় মনে হয়েছে তিনি একজন সৎ, সাহসী, কৃতিসাধক এবং স্বপ্নবাজ মানুষ। চাঁদপুরের উন্নয়নে তিনি আন্তরিকতা দেখিয়েছেন। বিশেষ করে শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

তিনি জেলা সদরের বেশ কয়েকটি ফাযিল ও কামিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে শিক্ষার মানোন্নয়নে চমৎকার উদ্যোগ নিয়েছেন। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং শিক্ষা বান্ধব নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন করেছেন।

জেলার মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা হিসেবে উনার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তার ইনোভেটিভ আইডিয়া এবং বাস্তবমুখী উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

প্রত্যাশা ও দোয়া রইল – স্যারের নতুন কর্মস্থল যেন আরও সাফল্যময় এবং ছন্দময় হয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়