বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২১:৫১

হাজী লোকমান পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে রেজাল্ট কার্ড বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।।
হাজী লোকমান পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে রেজাল্ট কার্ড বিতরণ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর চৌরাস্তায় অবস্থিত হাজী লোকমান পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে রেজাল্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী লোকমান পাবলিক স্কুলের ভাইস প্রিন্সিপাল মিসেস ইয়াসমিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও অধ্যক্ষ, দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদেরকে শিক্ষক-শিক্ষিকারা এমনভাবে শিক্ষা দেয়ার চেষ্টা করবেন, তারা যেনো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি সন্তান ভালো পড়াশোনা করতে হলে বাবা-মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। আমি চাই ছাত্র-ছাত্রীরা জেলার মধ্যে ভালো ফলাফল করে এই স্কুলের সুনাম অর্জন করবে। তাই সকলে মিলে স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন করতে সার্বিক সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন নার্সারি শ্রেণির ছাত্র আব্দুর রহমান। বক্তব্য রাখেন হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন শেখ, সহকারী শিক্ষিকা লাকি আক্তার, রাহা আক্তার মিম, দিলরুবা আক্তার ও মিসেস লামিয়া আক্তার। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও মায়েদের হাতে রেজাল্ট কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়