সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৮

ঘিলাতলী কামিল মাদরাসায় দোয়া

ঘিলাতলী কামিল মাদরাসায়  দোয়া
মুহাম্মদ আরিফ বিল্লাহ

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী কামিল মাদরাসার চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা এম এ বাশারের সভাপ্রধানে এবং সহকারী অধ্যাপক মাও. মো. ইলিয়াসের সঞ্চালনায় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মো. ইয়াসিন কাজী, উপাধ্যক্ষ মাও. মো. আবুল কাশেম, ইসলামের ইতিহাসের শিক্ষক মো. ইকরাম হোসেন, সাবেক শিক্ষার্থী মাও. সাইফুল ইসলাম ও মো. মিজানুর রহমান।

সভাপতির বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ মাওলানা এম এ বাশার বলেন, অতীতের মতো ভালো ফলাফল ধরে রাখতে শিক্ষার্থীদের অধ্যবসায়ের পাশাপাশি মহান রবের সাহায্য চাইতে হবে। তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থীকে কোরআন এবং হাদিসের আলোকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। যাতে ঐতিহ্যবাহী ঘিলাতলী কামিল মাদ্রাসার ভালো ফলাফলের মতো শিক্ষার্থীদের চারিত্রিক গুণাবলি সমাজের মানুষকে প্রভাবিত করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে দোয়া চেয়ে বক্তব্য দেয়া হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মাও. মো. শহীদ উল্লাহ।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়