প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৭:২৭
বাকিলা উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হাজীগঞ্জের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাকিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল ২০২৫) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক শিক্ষার্থী মিজানুর রহমান মিলন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্য মাওলানা আবু তাহের ও মনিহার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজির আহমেদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুমন চন্দ্র সাহা, সিনিয়র শিক্ষক মাওলানা মজিবুর রহমান, গভর্নিং বডির সদস্য আমিনুল হক তোয়াব, সাবেক সদস্য হোসেন মোল্লা লিটন ও বেলায়েত হোসেন দুলাল।
সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক এম এম লিয়াকত হোসেন, নুর মোহাম্মদ, প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার, হাজীগঞ্জ আইডিয়েল কলেজের সহকারী অধ্যপক মো. সাইফুল ইসলাম, পরীক্ষার্থী শ্রাবণ দাস। বিদায় বাণী পাঠ করেন শিক্ষার্থী জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালযের সিনিয়র শিক্ষক নুরুল আমিন, বৃত্তি রাণী সাহা, অবসরপ্রাপ্ত শিক্ষক অর্জুন চন্দ্র পাল, গভর্নিং বডির সাবেক সদস্য আবুল হোসেন লিটন, সহকারী শিক্ষক মিল্লাতুল হোসাইন, নাঈমুর রহমান বেপারী, আবদুল্লাহ আল মামুন, আরিফ হোসেন, রেহানা আক্তার, সাবিনা আক্তার, রাসেল হোসেন, শাহাদাত হোসেন শিশির, সাবেক শিক্ষার্থী শামীম হোসেন বাবু, সম্পা দাসগুপ্তসহ বিদ্যালয়ের অন্য সকল শিক্ষক ও সকল পরীক্ষার্থী। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মজিবুর রহমান।