প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩
শ্রীনগরে আলহেরা আইডিয়াল মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা: বিজয়ীদের উৎসবমুখর সংবর্ধনা
ডিসিকে/এমজেডএইচ
|আরো খবর
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘরা আলহেরা আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে নিজেদের প্রতিভা প্রদর্শন করে।
বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন প্রতিযোগিতা
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুল কাদের নাঈমী। প্রধান অতিথি ছিলেন উত্তর কামারগাঁও আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকী, মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মির্জা আলম তালুকদার এবং সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ইসহাক ফরিদী। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম বেলাল বিন নাসির।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
দুপুরের পর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া পরিচালনায় ছিলেন শিক্ষক রিমন হোসেন, মোঃ সুমন দেওয়ান ও মোঃ রাসেল শেখ। বিচারকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন ও সাবরিনা আক্তার।
শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের প্রশংসা
অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের বিপুল সমাগম ঘটে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম বেলাল বিন নাসির।
এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন অতিথিরা।
ডিসিকে/এমজেডএইচ