প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৯
কচুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোতাহের সম্পাদক জহিরুল
![কচুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোতাহের সম্পাদক জহিরুল](/assets/news_photos/2025/02/08/image-58765-1739036432bdjournal.jpg)
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। (৮ ফেব্রুয়ারি ২০২৫) শনিবার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই নির্বাচন শেষে ৪ বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও হাজীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার।
নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহের হোসেন সভাপতি, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম নির্বাহী সভাপতি, করইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল আলম সাধারণ সম্পাদক, তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান নির্বাহী সম্পাদক এবং আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কমিটিতে সহ-সভাপতি ৮জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৮জন, অন্যান্য সম্পাদকীয় পদে ২৭ জন ও ৩জন নির্বাহী সদস্য নির্বাচিত হন। এ সময় সার্চ কমিটির প্রধান নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালিবসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. মোতাহের হোসেন বলেন, শিক্ষকদের কল্যাণে আমরা এ কমিটির সকল সদস্য কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। উল্লেখ্য, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া শাখার বিগত দিনের আয় ও ব্যয়ের হিসেব পূর্বের কমিটি থেকে প্রাপ্ত হয়ে অসামঞ্জস্যতা দেখা দিলে তা পুনরুদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।