প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩৬
শোরসাক সপ্রাবির প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ
বিজয় দিবসে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি ব্যবহার
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আলোচনা সভাস্থল থেকে ছবি সম্বলিত ব্যানারটি উদ্ধার করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এ ব্যাপারে বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) এলাকাবাসী উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
বিএনপি নেতা তাফাজ্জল হোসেন জানান, মহান বিজয় দিবস উপলক্ষে পলাতক সরকার প্রধানের ছবি সম্বলিত ব্যানার দিয়ে আলোচনা সভার সংবাদ জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি উদ্ধার করে।
জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগম দীর্ঘ ১০ বছর ধরে উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে এলাকাবাসী বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। তারা জানান, বিদ্যালয়ের সীমানা প্রাচীর না করে পরিত্যক্ত ভূমি রেখেই নতুন ভবন নির্মাণ করছেন তিনি। বিদ্যালয় মেরামতের জন্যে ২ লক্ষ টাকা কাউকেই না জানিয়ে ফেরত দিয়েছেন। তিনি অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করে এলাকাবাসীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে বিদ্যালয়টি পরিচালনা করছেন।
উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান, তিনি এ ধরনের কাজ করতে পারেন না। তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া হবে।