বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২২

শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা
অনলাইন ডেস্ক

১৪ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভা হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়ার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক।

সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জীবন কানাই সাহার সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুন নাহারের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী।

প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এদেশের সমাজ গঠনে এবং স্বাধীনতা অর্জনে তাঁরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন। জাতি গভীর শ্রদ্ধাভরে চিরকাল তাঁদের অবদান স্মরণ করবে। বুদ্ধিজীবীরা তাঁদের জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশের জন্যে, মানুষের জন্যে, সর্বোপরি স্বাধীনতার জন্যে প্রয়োজনে নিজের জীবন দিতে হবে। তাঁদের এই আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়